বলিউডে ২৩ বছর পার, প্রীতি জিনতার আবেগি বার্তা
১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ-মনীষা জুটির 'দিল সে...' চলচ্চিত্রে পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক ঘটে মিষ্টি হাসির জন্য খ্যাত প্রীতি জিনতার। একই বছর মুক্তি পাওয়া 'সোলজার' চলচ্চিত্রে প্রথম মূল নায়িকায় ভূমিকায় পর্দায় হাজির হন তিনি।
প্রথম ছবি থেকেই সাড়া জাগানো প্রীতি একে একে করেছেন 'কিয়া কেহনা', 'মিশন কাশ্মির', 'চোরি চোরি চুপকে চুপকে', 'দিল চাহতা হ্যায়', 'কোই মিল গায়া', 'কাল হো না হো', 'বীর-জারা'র মতো চলচ্চিত্র। পেয়েছেন বেশ কিছু পুরস্কারও।
বলিউডে ২৩ বছর পার করার বিশেষ ঘটনায় এবার ইনস্টাগ্রামে জীবনের প্রথম পুরস্কার গ্রহণের ভিডিও শেয়ার করে আবেগঘন এক পোস্ট প্রকাশ করলেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী। সেই পোস্টে তিনি লিখেছেন, 'আপনি যদি রঙধনুর পেছনে ছোটেন, তাহলে বৃষ্টিতে আপনাকে ভিজতেই হবে। কারণ বৃষ্টিহীন জীবন অনেকটা ছায়াহীন সূর্যের মতো।'
'সিনেমা জগতে আজ আমার ২৩ বছর পূর্ণ হলো। আজ আমি তাদের কথা ভেবে উচ্ছ্বসিত, যারা আমার এই সিনে-যাত্রায় সব সময় পাশে থেকেছেন। তাদের সকলের কাছে কৃতজ্ঞ, যারা এই পুরো জার্নিতে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে চ্যালেঞ্জ জানিয়ে বাধ্য করেছেন, যেন নিজেকে আরও উন্নত করে তুলতে পারি,' যোগ করেন তিনি।
প্রীতি জিনতা আরও লিখেন, 'আমার ফ্যান, সহকর্মী ও সমালোচক যারা আমাকে কখনো জীবনে এগোতে সাহায্য করেছেন, কখনো আবার আমায় মাটির কাছে ফিরতে সাহায্য করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।'
পোস্ট করা ভিডিওটির বিশেষত্ব তুলে ধরে তিনি লিখেন, 'সেদিন আমি চমকে গিয়েছিলাম। আমার কাছে এটা ছিল স্বপ্নের মতো।'
বলে রাখা ভালো, ২০১৮ সালে মুক্তি পাওয়া 'ভাইয়াজি সুপারহিট' চলচ্চিত্রে এখন পর্যন্ত শেষবার রুপালি পর্দায় দেখা মেলে গালে টোল পড়া এই সুহাসিনী অভিনেত্রীর।
-
সূত্র: জি নিউজ