করোনায় মৃত্যু বাড়ছে, চলাচল বন্ধ অনেক শহরে
প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এর কেন্দ্রস্থল হুবেই প্রদেশে কার্যত অবরুদ্ধ অবস্থা আরও বিস্তৃত করেছে চীন। এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের প্রাণকেন্দ্রে অবস্থিত ছয় কোটি মানুষের হুবেই প্রদেশের কমপক্ষে ১০টি শহরে চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
বৃহস্পতিবার চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে হুবেই প্রদেশের বাইরে এ ভাইরাসে প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল।
পরবর্তী সময়ে চীনের প্রত্যন্ত হেইলংজিয়াং প্রদেশে আরেকজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে।
রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াং হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে দুই হাজার কিলোমিটারের বেশি দূরে।
চীন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮৩০ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে চান্দ্র নববর্ষ শুরুর প্রাক্কালে চলাচলে নিষেধাজ্ঞা শুরু হয়। এ অনুষ্ঠানে লাখ লাখ মানুষ তাদের বাড়িতে যায়।
চীনের সবচেয়ে জনসংখ্যাবহুল শহরাঞ্চল সাংহাইয়ে ডিজনি রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ তৎপরতায় সাড়া দিতে তারা রিসোর্ট সাময়িকভাবে বন্ধ রেখেছে।
ভ্রমণ নিষেধাজ্ঞা একেক শহরে একেক রকম। অনেক শহর এরই মধ্যে পরিবহন সেবা বন্ধ করে দিয়েছে।