শিম্পাঞ্জির সাথে ‘প্রণয়’, দর্শনার্থীর ওপর নিষেধাজ্ঞা চাপাল বেলজিয়ান চিড়িয়াখানা
বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানা এক পুরনো দর্শনার্থীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে; ফলে তিনি আর তার প্রিয় শিম্পাঞ্জির খাঁচার সামনে যেতে পারবেন না।
এ সপ্তাহেই এডি টিমারম্যানসকে এন্টওয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় যে, তিনি আর তার 'চোখের মনি' চিতাকে দেখতে পাবেন না। চিতা হলো চিড়িয়াখানাটির ৩৮ বছর বয়স্ক শিম্পাঞ্জির নাম।
গত চার বছর ধরে প্রতি সপ্তাহে চিতাকে দেখে আসছিলেন এডি। বেলজিয়ামের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, "আমি এই প্রাণীটিকে ভালবাসি, আর সেও আমাকে ভালবাসে"।
শিম্পাঞ্জিটির সাথে তার এই বন্ধনকে 'সত্যিকার প্রণয়ের সম্পর্কের' সাথে তুলনা করেছেন এডি টিমারম্যানস। কাচের ওপাশ থেকে চিতাকে চুম্বন এবং হাত নেড়ে অভিবাদনের কিছু ভিডিও ক্লিপও তিনি শেয়ার করেছেন।
কান্নাজড়িত কন্ঠে সেই চ্যানেলকে এডি বলেন, "আমি তো এর বেশি কিছু চাইনি। তারা কেন আমার কাছ থেকে এটুকু কেড়ে নিতে চাইছে?"
"ডজন ডজন দর্শনার্থী প্রতিদিন চিতাকে দেখতে আসছে, শুধু আমিই পারবো না!"
কিন্তু এন্টওয়ার্প চিড়িয়াখানার মুখপাত্র ও চিড়িয়াখানার ম্যামালস তথা স্তন্যপায়ী প্রাণীদের দেখাশোনার দায়িত্বে থাকা সারা লাফাউট জানান, বিবেচনার পরেই এমন একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বেলজিয়ান চ্যানেল এটিভিকে সারা বলেন, "চিতা প্রতিনিয়তই দর্শনার্থীদের দ্বারা ঘিরে থাকে, ফলে অন্যান্য প্রাণীরা তাকে উপেক্ষা করে এবং নিজেদের দলের অংশ বলে মনে করে না"।
"টিমারম্যানস এবং অন্যান্য দর্শনার্থীদের সাথে চিতার মিথষ্ক্রিয়ার ফলে চিড়িয়াখানা খোলার বাকি পুরোটা সময় সে একা একা বিচ্ছিন্নভাবে কাটায়; গোত্রের অন্যান্য প্রাণী তার সাথে মেশে না"।
"যে প্রাণী অতিরিক্ত মানুষের সাহচর্যে থাকে, তাকে দলের অন্যান্যরা সম্মানের চোখে দেখে না", যোগ করেন সারা।
ডাচ দৈনিক পত্রিকা ডি জেলডারল্যান্ডারের মতে, এক সময় চিতাকে পোষ্য হিসেবেই পালন করা হতো। কিন্তু তার আচরণ নিয়ন্ত্রণহীন মনে হওয়ায় চিতার পালনকর্তা ৩০ বছর আগে তাকে চিড়িয়াখানায় দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
পত্রিকাটি আরও জানিয়েছে, চিতার সাথে দলের অন্যান্যদের দ্বন্দ্বের খবর পুরনো। ২০০৮ সালে গোত্রের কিছু শিম্পাঞ্জি চিতাকে আক্রমণ করে বসে বলে জানা গেছে।
এন্টওয়ার্প চিড়িয়াখানার একজন মুখপাত্র বলেন, টিমারম্যানসকে চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে যখন তিনি চিতার মতো প্রাণীদের সাথে যোগাযোগ করবেন, তখন তাকে তার আচরণ সংশোধন করতে বলা হয়েছে।
সেই মুখপাত্র বলেন, "আমরা টিমারম্যানসকে বলেছি, তিনি যেন একটি শিম্পাঞ্জিকে শিম্পাঞ্জির মতোই থাকতে দেন; তার সাথে খুব বেশি সময় না থাকার বা তার মনোযোগ আকর্ষণের চেষ্টা না করেন। আমরা এসব কারণ ইতিমধ্যে টিমারম্যানসকে ব্যাখ্য করেছি এবং এটাই যে চিতার জন্য উপকারী তাও বুঝিয়ে বলেছি"।
- সূত্র- ইনসাইডার