অতি ধনী সম্প্রদায়ের উপর চীনা কমিউনিস্ট পার্টির নজর
বিলিয়নিয়াররা হয়তো চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের পরিকল্পনার অংশ ছিলেন না; কিন্তু তা সত্ত্বেও, এ বছর দেশটির অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে এক হাজারেরও বেশি নাগরিক এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন। বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশকে এই সাফল্য অর্জন করতে দেখা গেলো।
আর এই অসাধারণ প্রবৃদ্ধিকে সামনে নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সম্পদ ও আয়ের অসমতা মোকাবেলায় 'সাধারণ সমৃদ্ধি' কর্মসূচী হাতে নিয়েছেন, যেখানে বিশ্বের অতি ধনী ব্যক্তিদের অনুদানের জন্য আহ্বান জানানো হবে।
যেসব বিলিয়নিয়ারের উপর নজর চীনা কমিউনিস্ট পার্টির
জ্যাক মা
আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা একসময় পেশা হিসেবে ইংরেজি শেখাতেন। কিন্তু, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির উপর অনুরাগ তার পেশা পরিবর্তনে উৎসাহী করার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন ঘটায়। তিনি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম বিলিয়নিয়ারদের একজন।
কলিন হুয়াং
সাবেক গুগল ইঞ্জিনিয়ার কলিন হুয়াং ২০১৫ সালে পিনডুওডুও প্রতিষ্ঠা করেন। অনলাইন খুচরা প্ল্যাটফর্মের দ্রুত বৃদ্ধির কারণে তার প্রতিষ্ঠানটি আলিবাবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ই-কমার্সের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের মিশেল ঘটিয়ে হুয়াং বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।
গত মাসে তার প্রতিষ্ঠার কৃষি উন্নয়ন খাতে ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত মুনাফা দান করার ঘোষণা দিয়েছে। নিউইয়র্কের নাসডাক এক্সচেঞ্জে পিনডুওডুও-কে ১২৫ বিলিয়ন ডলারে মূল্যায়ন করা হয়েছে; যার অর্থ হলো হুয়াং-এর সম্পদের পরিমাণ ৪২ বিলিয়ন ডলার।
লেই জুন
লেই জুনের শাওমি সম্প্রতি অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার পর, বিশ্বের বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে এবার স্যামসাংকে পিছনে ফেলার লক্ষ্য হাতে নিয়েছে। তিনি তার প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক স্কুটার এবং এমনকি এয়ার ফ্রায়ার পর্যন্ত উদ্ভাবন করেছেন। এছাড়া ভবিষ্যতে তার বৈদ্যুতিক গাড়ি তৈরিরও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। জুলাই মাসে তিনি তার ব্যক্তিগত এবং কর্পোরেট ফাউন্ডেশনে ১৭.৪ বিলিয়ন হংকং ডলার মূল্যের শেয়ার দান করেছেন।
চেন ডংশেং
চেন ডংশেং-এর কমিউনিস্ট পার্টির সঙ্গে এক গভীর সংযোগ রয়েছে। তার স্ত্রী গণচীনের প্রতিষ্ঠাতা ও তৎকালীন স্বৈরশাসক মাও সে তুং এর নাতনী। চীনের অন্যতম বৃহৎ বীমা প্রতিষ্ঠান তাইকাং লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চেন-এর শিল্প জগতের প্রতিও রয়েছে বেশ আগ্রহ; তিনি সোথবি'স অকশন হাউজের অংশ হিসেবেও কাজ করেছেন। তার প্রতিষ্ঠান গত আগস্ট মাসে উহান বিশ্ববিদ্যালয়কে এক বিলিয়ন ইউয়ান (১১৩ মিলিয়ন ইউরো) দান করেছে।
ঝাং ইয়িমিং
২০১২ সালে ঝাং ইয়িমিং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের উদ্ভাবন করেন। বিশ্বে সাড়া জাগানো তার টিকটক অ্যাপ কোম্পানি যখন প্রাথমিকভাবে পাবলিক অফারিং-এর জন্য প্রস্তুত, ঠিক তখনই গত মে মাসে তিনি নির্বাহী প্রধানের পদ থেকে সরে দাড়ান। তার এই পদত্যাগ বিনিয়োগকারীদের হতবাক করে দিয়েছে। যাহোক, তিনি তার নিজ প্রদেশ ফুজিয়ানে তার দাদীর নামে একটি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ মিলিয়ন ইউয়ান দান করেছেন।
সূত্র- দ্য গার্ডিয়ান