বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু
আগামী মঙ্গলবার ( ২৮ সেপ্টেম্বর) থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পুরোপুরিভাবে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
তিনি বলেন, 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিদেশগামী যাত্রীদের জন্য পুরোপুরিভাবে আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে আশা করছি।'
রোববার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বেবিচক চেয়ারম্যান বলেন, 'আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত একটি কন্ডিশন (শর্ত) দিয়েছে। বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ এবং ৬ ঘণ্টা পূর্বে এয়ারপোর্টের ভেতরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিমানবন্দরের ভেতরে একটি ব্যবস্থাপনা তৈরি করেছি। যেটা আজকে টেস্ট রান দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক।'
তিনি বলেন, 'টেস্ট রান দিয়ে যদি এটি সাকসেসফুল হয় এবং ডিক্লায়ার করে আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করবো। একটা এয়ারলাইন্সের টিকেট কাটা এবং প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা পূর্বে তাদেরকে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে পুরোপুরি যাত্রা শুরু হয়ে যাবে।'
বেবিচক চেয়ারম্যান বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তর যখনই আমাদেরকে বিমানবন্দর প্রস্তুত বলে ঘোষণা দেবে এবং মোট কতজন যাত্রী তারা হ্যান্ডেল করতে পারবে, এটা যখন জানাবে তখন আমরা এয়ারলাইন্সকে জানিয়ে দেব।'
বিমানবন্দরে সুন্দর ব্যবস্থাপনার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী বলেও এসময় দাবি করেন এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
তিনি বলেন, আমাদের বিমানবন্দরগুলো সীমিত আকারের। তারপরেও যে ব্যবস্থাপনা নিয়েছি, আলহামদুলিল্লাহ্ এ যাবত কোন প্রকার সংক্রমণের কোন ঘটনা অথবা অন্য কোন ঘটনা ঘটেনি। যার জন্য আশেপাশের সব দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আসার জন্য আরও বেশি আগ্রহী।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া উপস্থিত ছিলেন।