নাসির-তামিমার বিয়ে অবৈধ, ৩১ অক্টোবর আদালতে হাজিরার নির্দেশ
ক্রিকেটার নাসির হোসেন এবং কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। যথাযথভাবে তালাক না হওয়ায় তামিমা সুলতানা এখনো পর্যন্ত ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। ফলে, নাসির-তামিমার বিয়ে বৈধ হিসেবে গৃহীত হবে না।
নাসির ও তামিমার বিরুদ্ধে তামিমার প্রথম স্বামী রাকিব হাসানের করা মামলায় আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালতের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই।
ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ও তার মা সুমি আক্তারকে আগামী ৩১ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন।
রাকিবের সঙ্গে তামিমার তালাক হয়নি। এছাড়া, রাকিব তামিমার কাছ থেকে তালাকের কোনো নোটিশও পাননি বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। একইসঙ্গে তামিমা জাল তালাক নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে বলেও জানায় প্রতিবেদনটি।
গত ২৪ ফেব্রুয়ারি আইনবহির্ভূতভাবে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেন রাকিব। পরে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।
মামলার অভিযোগ অনুযায়ী, তামিমা সুলতানা তার প্রথম স্বামীকে তালাক প্রদান করেননি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন রাকিব।
গত ৩১ আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পরে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে।