করোনায় মারা গেছেন সাংবাদিক অরুণ বসু
সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দৈনিক প্রথম আলোর খবরে জানা যায়, গত ৫ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন অরুণ বসু। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন তিনি।