মাদক মামলায় আদালতে পরীমনি
বনানী পুলিশ স্টেশনে দায়েরকৃত মাদক মামলায় আজ (রোববার) ঢাকার একটি আদালতে হাজির হয়েছেন ঢালিউড তারকা পরীমনি।
'ক্লায়েন্টের জামিনের আবেদন করব আমরা,' সংবাদমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জন রিফাত সুরভী।
এর আগে, গত ৪ অক্টোবর মাদক নিয়ন্ত্রণ আইনে এই অভিনেত্রী-সহ তিনজনের বিরুদ্ধে মামলায় চার্জশিট দেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অন্য অভিযুক্তরা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
বলে রাখা ভালো, গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার সহযোগী আশরাফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
এ সময়ে পরীমনির ফ্ল্যাট থেকে ১৯ বোতল বিদেশি মদ এবং ৪ গ্রাম আইস (ক্রিস্টাল মেথামফেটামিনের চলতি নাম) জব্দ করা হয় বলে জানায় র্যাব। পরের দিন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
সিআইডি'র ইন্সপেক্টর কাজী গোলাম মোস্তফা তৃতীয়বারের মতো একদিনের রিমান্ড শেষে ২২ আগস্ট পরীমনিকে আদালতে হাজির করলে আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর ৩১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন সেশনস জজ কোর্ট অভিনেত্রীর অন্তঃবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ১ সেপ্টেম্বর কারাগার থেকে ছাড়া পান পরীমনি।