২০০ কোটির আর্থিক জালিয়াতির মামলায় এবার জেরার মুখে নোরা ফাতেহি
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের। আরিয়ান খানের মাদককাণ্ড নিয়ে যখন উত্তাল ভারত, সেই সময়ই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার পর ইডি'র দিল্লির অফিসে হাজিরা দেন নোরা।
কয়েক হাজার কোটির জালিয়াতির মামলায় অভিযুক্ত সুখেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি।
নোরা ছাড়াও এই মামলায় আগেই বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জেরা করেছে ইডি। শুক্রবার আবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে জ্যাকুলিনকে।
জালিয়াতি করে সুকেশ চন্দ্রশেখর টাকা বিদেশে পাচার করে তা সেখানে ইনভেস্ট করছেন, এমনটাই প্রাথমিক তদন্তে মনে করছে ইডি। কেন্দ্রীয় সংস্থার তরফে আগেই সুকেশ এবং তার স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ে দায়ের মামলার ভিত্তিতেই এই তদন্ত চালাচ্ছে ইডি। অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, চাঁদাবাজির মতো অভিযোগ রয়েছে ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে।
আরও পড়ুন: ২৩৩ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় ফেঁসে গেলেন জ্যাকুলিন!
গত আগস্ট মাসেই 'প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে'র আওতায় ইডি কর্মকর্তাদের সামনে বয়ান নথিভুক্ত করেছিলেন জ্যাকুলিন। জানা যায়, আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত হিসাবে নয়, বরং সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে।
গত ২৩ আগস্ট এই মামলাতেই চেন্নাইয়ের একটি বিচ বাংলো'তে রেইড করে প্রায় ৮৩ লক্ষ টাকা নগদ, ২ কেজি স্বর্ণ এবং ১৬টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করে ইডি।