বাংলাদেশের খুদে লেগ স্পিনারে মুগ্ধ শেন ওয়ার্নও
তার স্পিন ঘূর্ণিতে দিক হারায়নি এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া মুশকিল। তাকে বলা হয় সর্বকালের সেরা লেগ স্পিনার। স্পিন মায়াজালে বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। সেই ওয়ার্নই এবার বিস্ময় প্রকাশ করলেন বাংলাদেশের খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদের বোলিং দেখে।
কয়েক দিন আগে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সাদিদকে লেগ স্পিন করতে দেখা যায়। তার বল খেলতে হিমশিম খাচ্ছিল ব্যাটসম্যানরা। দারুণ টার্নে লেগ স্পিন, গুগলি সবই করে যাচ্ছিল সে। ভাইরাল হওয়া এই ভিডিও পৌঁছে যায় শচিন টেন্ডুলকার পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করেন ভারতের ব্যাটিং ঈশ্বর। এবার ওয়ার্নও সাদিদের বোলিংয়ের ভিডিও শেয়ার করে জানালেন মুগ্ধতার কথা।
সাদিদের বোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বিস্মিত ওয়ার্ন লিখেছেন, 'কী দারুণ! এটা আমাকে কিছুক্ষণ আগেই পাঠানো হয়েছে। এটা কী অসাধারণ! এই ছেলেটা কে? তুলনাহীন, দারুণ এই কাজ চালিয়ে যেতে থাকো, বোলিং…।'
কদিন আগে সাদিদের বোলিংয়ের এই ভিডিও ফেসবুকে শেয়ার করেন বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। সেখান থেকেই ভিডিওটি চড়িয়ে পড়ে। যা ভারত হয়ে পৌঁছে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াতেও।
খুদে লেগ স্পিনার আসাদুজ্জামান সাদিদের বাড়ি বরিশালের মহাবাজে। এখনও স্কুলেই যাওয়া শুরু করেনি সে। কিন্তু এরই মধ্যে তার বোলিং প্রতিভা সম্পর্কে তার এলাকার সবাই জানে। যেটা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে, তাকে ভাসানো হচ্ছে প্রশংসার বন্যায়।
সাদিদ তিন বছর বয়স থেকে বোলিং শুরু করে। গত ছয়-সাত মাস ধরে নিয়মিত লেগ স্পিন বোলিং করে আসছে সে। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে আদর্শ মানে সে। রশিদ খানের কোনো খেলাই মিস করে না খুদে এই ক্রিকেটার। লেগ স্পিনার হলেও সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে চায় সে।