'১৩৫ দিন আমি আমার মেয়েকে দেখিনি': টি-টোয়েন্টি বিশ্বকাপের বায়ো-বাবল ছাড়ছেন জয়াবর্ধনে
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে কাজ করছেন দেশটির সাবেক মিডল অর্ডার ব্যাটার মাহেলা জয়াবর্ধনে। তবে টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্ব শুরুর আগেই দেশে ফিরে যাবেন তিনি।
শ্রীলঙ্কান কিংবদন্তি নিজে গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। আগাম দেশে ফিরে যাওয়ার পেছনে দিনের পর দিন কোয়ারেন্টিন ও বায়ো-বাবলে থাকার ক্লান্তিকে দায়ী করেছেন তিনি।
অবশ্য জয়াবর্ধনে এ কথাও জানিয়েছেন যে নিজের বাসা থেকেই প্রযুক্তির সহায়তায় দলের সঙ্গে থাকবেন তিনি।
"এটা খুব কঠিন। আমি গুনে দেখলাম, জুন থেকে আমি ১৩৫ দিন কোয়ারেন্টিন ও বাবলের মধ্যে রয়েছি। আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু [দলের স্বার্থও] আমি পুরোপুরি বুঝতে পারছি এবং তাদেরকে বলেছি যে বিদ্যমান প্রযুক্তির সাহায্যে আমি দলের সঙ্গে থাকব।
"আমি আশা করি সবাই বুঝতে পারবেন যে একজন বাবা হিসেবে আমি আমার মেয়েকে দীর্ঘদিন দেখিনি। আমার অবশ্যই এখন বাড়ি ফেরা প্রয়োজন," জয়াবর্ধনে বলেন।
টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সম্মানজনক পদ গ্রহণের আগে জয়াবর্ধনে দ্য হান্ড্রেড জয়ী সাউদার্ন ব্রেভসের সঙ্গে ছিলেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে যান আইপিএলের দ্বিতীয় পর্বে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করার জন্য।
এদিকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জয় তুলে নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে এশিয়ার দলটি। শুক্রবার (২২ অক্টোবর) প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তারা মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
- সূত্র: হিন্দুস্তান টাইমস