সুদানে সামরিক অভ্যুত্থান, প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাকর্মী আটক
রাজনৈতিক সংকটপূর্ণ সুদানে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের বেসামরিক সদস্য এবং সরকারি সদস্যদের গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে 'যৌথ সামরিক বাহিনী।' অভ্যুত্থানকে সমর্থন করে বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক।
এদিকে সেনা অভ্যুত্থানকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি সামরিক বাহিনী।
সুদানের প্রধান গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল, দ্য সুদানিজ প্রফেশনালস' অ্যাসোসিয়েশন জানিয়েছে, সামরিক বাহিনী অন্তত পাঁচজন সিনিয়র সরকারি কর্মকর্তাকে আটক করেছে। ইতোমধ্যেই দেশটিতে ইন্টারনেট ও ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনসাধারণকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানিয়েছে এই রাজনৈতিক গোষ্ঠী।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যে জানিয়েছে, রাজধানী খার্তুমের রাস্তায় সামরিক বাহিনীর এবং শক্তিশালী প্যারামিলিটারি বাহিনী 'র্যাপিড সাপোর্ট ফোর্সেস'-এর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত মাসে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকেই টালমাতাল সুদান। সোমবারের ঘটনাপ্রবাহ বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে তিক্ততারই ফলাফল। ২০১৯ সালে স্বৈরশাসক ওমর আল-বশিরকে উৎখাতের পর সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার নড়বড়ে চুক্তিতে চলছিল দেশ।
সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, সামরিক বাহিনীর হাতে আটকদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী হামদক, শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল, ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য মোহাম্মদ আল-ফিকি সুলিমান এবং হামদকের মিডিয়া উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ। এছাড়াও, খার্তুম শহরের গভর্নর আয়মান খালিদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়।
সুদানে চলমান দ্বন্দ্ব নিরসনে গেল সপ্তাহে সামরিক বাহিনী ও বেসামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ্রি ফেল্টম্যান। সেনা অভ্যুত্থানের খবরে তিনি বলেন, সুদানে অন্তরবর্তীকালীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবরে ওয়াশিংটন 'গভীরভাবে উদ্বিগ্ন'।
প্রাক্তন শাসক বশিরের বিরুদ্ধে আন্দোলন পরিচালকানাকারী প্রধান দল, এসপিএ তাদের সমর্থকদের মাঠে নামার আহ্বান জানিয়েছে।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তারা সমর্থকদের সাধারণ শ্রমিক ধর্মঘট ও আইন অমান্য আন্দোলনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে।
- সূত্র: দ্য গার্ডিয়ান