‘জনি ডেপ ওভাররেটেড অভিনেতা’, আত্মজীবনীতে বিস্ফোরক ‘সাকসেশন’ তারকা ব্রায়ান কক্স
নিজের নতুন আত্মজীবনী 'পুটিং দ্য র্যাবিট ইন দ্য হ্যাট'-এ হলিউড তারকা জনি ডেপের শিল্পদক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছেন বর্ষিয়ান অভিনেতা ব্রায়ান কক্স।
বইটি গত মঙ্গলবার যুক্তরাজ্যে প্রকাশ পেয়েছে।
এইচবিও'র বিখ্যাত সিরিজ 'সাকসেশন'-এ নিপীড়ক মিডিয়া মোগল লগ্যান রয়ের চরিত্রে অভিনয়ের জন্য দারুণ খ্যাতিমান, ৭৫ বছর বয়সী এই স্কটিশ অভিনেতা তার বইয়ে লিখেন, ২০০০-এর দশকের শুরুতে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' চলচ্চিত্র সিরিজে অভিনয়ের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তাকে গভর্নর ওয়েদারবাই সোয়ানের চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল, যে চরিত্রে পরে জোনাথন প্রাইসকে দেখা গেছে পর্দায়।
বলা বাহুল্য, এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র জ্যাক স্প্যারোর ভূমিকায় তুমুল সাড়া ফেলেছেন জনি ডেপ।
বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত, ৫৮ বছর বয়সী জনি সম্পর্কে আত্মজীবনীতে কক্স লিখেছেন, 'সুদর্শন হলেও আমি নিশ্চিত করে বলতে পারি, তাকে নিয়ে অতিরঞ্জন করা হয়; তিনি আসলে ওভাররেটেড অভিনেতা।'
এ প্রসঙ্গে তিনি ১৯৯০ সালের চলচ্চিত্র 'এডওয়ার্ড সিজারহ্যান্ডস'-এর কেন্দ্রীয় চরিত্রে জনির অভিনয়ের উল্লেখ করে লিখেন, 'আপনার (অভিনেতার) হাত যদি ও-রকম (কাঁচির মতো) হয়, আর মুখে দেওয়া হয় ভুতুড়ে মেকআপ, তাহলে আসলে অভিনেতা হিসেবে বাড়তি কিছুই করা লাগে না- এ কথা মেনে নেওয়া ভালো। তিনি কিছু করেননিও। কিংবা বলা ভালো, যতটুকু (অভিনয়) করার দরকার ছিল, তারচেয়ে কমই করেছেন।'
এ প্রসঙ্গে ইনসাইডারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে রাজি হননি জনির প্রতিনিধি।
-
সূত্র: ইনসাইডার