নুনো বরখাস্ত, স্পার্সের নতুন কোচ হতে পারেন কন্তে
দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মাথায় টটেনহ্যাম হটস্পার বরখাস্ত করেছে তাদের ম্যানেজার নুনো এসপিরিতো সান্তোকে। স্পার্সদের সম্ভাব্য নতুন ম্যানেজার হিসেবে শোনা যাচ্ছে আন্তোনিও কন্তের নাম।
আজ সোমবার প্রিমিয়ার লিগ ক্লাবটি নুনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এর আগে গত শনিবার ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লন্ডনের ক্লাবটি। বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে তারা।
অথচ চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে স্পার্সের শুরুটা ছিল চমৎকার। নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছিল তারা। কিন্তু তারপর মোট পাঁচটি ম্যাচে হারের সুবাদে তারা এখন শীর্ষস্থানে থাকা চেলসির থেকে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে।
নুনোর পাশাপাশি তার কোচিং স্টাফকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাবটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ম্যানেজারের নাম ঘোষণা না করলেও, ব্রিটিশ মিডিয়ার সংবাদ অনুযায়ী সাবেক চেলসি ও ইন্টার মিলান বস কন্তেই হতে পারেন নুনোর উত্তরসূরী।
গত জুনে দুই বছরের চুক্তিতে টটেনহ্যামের দায়িত্ব পান নুনো। অবশ্য এপ্রিলে হোসে মরিনহোকে বরখাস্ত করার পর তিনি কিন্তু প্রথম পছন্দ ছিলেন না। কন্তে ছাড়াও জেন্নারো গাত্তুসো, পাওলো ফনসেকা, ব্রেন্ডন রজার্সরা ছিলেন সম্ভাব্য প্রার্থীর তালিকায়। শেষ পর্যন্ত মাত্র ১৭ ম্যাচ পরেই টটেনহ্যাম ছাড়তে বাধ্য হচ্ছেন নুনো।
"আমি জানি নুনো ও তার কোচিং স্টাফদের কতটা মরিয়া ছিল সাফল্য পেতে। আমি অনুতপ্ত যে আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে," এক বিবৃতিতে বলেন স্পার্সের ম্যানেজিং ডিরেক্টর ফাবিও পারাতিসি।
"নুনো একজন সত্যিকারের ভদ্রলোক। তাকে সবসময়ই স্বাগত জানাবে ক্লাব। আমরা তাকে ও তার কোচিং স্টাফকে ধন্যবাদ এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাতে চাই।"
এর আগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে চমৎকার চারটি মৌসুম কাটিয়েছেন নুনো। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমের শুরু থেকে ৪৭ বছর বয়সী নুনো তৃতীয় ম্যানেজার যিনি দায়িত্ব হারিয়েছেন। এর আগে ওয়াটফোর্ড জিসকো মুনোজকে এবং নিউক্যাসেল ইউনাইটেড স্টিভ ব্রুসকে বরখাস্ত করেছে।
- সূত্র: রয়টার্স