চিকিৎসার জন্য রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হচ্ছে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-ভাইস চেয়ারম্যান রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে।
রওশন এরশাদের ছেলে এবং রংপুর-৩ আসনে জাপার সাংসদ রাহগির আল মাহি জানিয়েছেন, আজ শুক্রবার এয়ার অ্যাম্বুলেসে করে তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হবে।
তার পরিবার জানিয়েছে, রওশন বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।
গত আড়াই মাস ধরে রওশন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ফুসফুসের সংক্রমণেও আক্রান্ত তিনি।