সংসদে টিকার দাম বলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে করোনাভাইরাসের টিকা কেনার খরচ জানাননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের জন্য 'নন-ক্লোজার অ্যাগ্রিমেন্টে' টিকা কেনায় সংসদে সেই হিসাব উপস্থাপন সমীচীন হবে না বলে তিনি মন্তব্য করেন।
মাত্র কয়েক মাস আগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে টিকার দাম জানানোর পর সংসদে মন্ত্রী টিকার দাম জানাতে অস্বীকার করেন।
আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেনের প্রশ্নের উত্তরে মন্ত্রী এই জবাব দেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভ্যাকসিন কেনা হয়েছে।"
সরকারি দলের সাংসদ আলী আজমের প্রশ্নের জবারে মন্ত্রী বলেন, দেশে কোভিড নিয়ন্ত্রণে ২৯ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডোজ টিকার সংস্থান অরা হয়েছে।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত (১৩ নভেম্বর) ৮ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৫৪ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে, ৫ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৮৬৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৩ কোটি ২৮ লাখ ৫ হাজার ১৯০ জন।