উৎখাতকৃত প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনলো সুদানের সেনাবাহিনী
গত মাসে সামরিক বাহিনীর অভুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। তারপর থেকেই ছিলেন গৃহবন্দী অবস্থায়। কিন্তু, অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায়, আবার হামদককে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী।
আজ রোববার (১৯ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে তার ক্ষমতা ভাগাভাগির চুক্তি সইয়ের দৃশ্য সম্প্রচারিত হয়েছে।
তবে দুই বছর আগে বেসামরিক রাজনৈতিক পক্ষগুলোর যে জোট হামদককে সমর্থন দিয়েছিল, তারা এই চুক্তিকে অস্বীকার করেছে।
জোটের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, তার মাথায় বন্দুকের নল তাক করে চুক্তি করানো হয়েছে। আমরা একে ন্যায্য মনে করি না।
ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ (এফএফসি) কোয়ালিশনের মুখপাত্র সিদ্দিক আবু-ফাওয়াজ বলেন, 'মাঠপর্যায়ের তরুণদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।'
চুক্তির প্রতিবাদে রাজধানী খার্তুমেও ব্যাপক বিক্ষোভ হয়। এসময় অভ্যুত্থানের বিরুদ্ধে শ্লোগান দিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে পদযাত্রা করে বিক্ষোভকারীরা। তারা রাজনীতি থেকে সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারও দাবি করে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে।
গত ২৫ নভেম্বর সুদানের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে ব্যাপক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে, এতে এপর্যন্ত ৪০ জন নিহত হয়েছে।
- সূত্র: বিবিসি