টেস্ট দলে নতুন মুখ জয়-রাজা, নেই তাসকিন, তামিম, শরিফুল
টি-টোয়েন্টি সিরিজ শেষ। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা।
চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। যদিও প্রথম টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা আছে। ফেরা হয়নি আঙুলের চোটে থাকা তামিম ইকবালের। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। খেলতে চান না বলে তাকে বিবেচনা করা হয়নি দলে।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ার কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। দারুণ ছন্দে থাকা এই পেসারের ডানহাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝের অংশে চারটি সেলাই পড়েছে, এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। চোটের কারণে শরিফুলকেও দলের বাইরে রাখা হয়েছে। গত মার্চে সর্বশেষ টেস্ট খেলে বাংলাদেশ। দলটি ছিল ১৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়া চার ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ, তামিম,তাসকিন ও শরিফুল।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাকা পাওয়া মাহমুদুল হাসান ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে তার রান ৪৬০, সর্বোচ্চ ইনিংস ১২১। চলমান জাতীয় লিগেই দুটি সেঞ্চুরি করেছেন জয়। চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা জয় ঢাকা মেট্রোর বিপক্ষে ১১২ ও ২৯ রান করেন। এরপর বরিশাল বিভাগের বিপক্ষে ১২১ রানের ইনিংস তিনি।
ডানহাতি পেসার রেজাউর রহমান রাজা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে জানেন তিনি। ২২ বছর বয়সী রাজা চলমান জাতীয় লিগে দারুণ বোলিং করে আসছেন। ১০ ম্যাচে তার উইকেট ৩৩টি। চলমান লিগে সিলেটের এই পেসার খুলনার বিপক্ষে ৩৯ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেন।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, মাহমুদল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।