মুশফিকের বদলে টেস্ট দলে হৃদয়
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আঙুলে চোট পাওয়ায় টেস্ট সিরিজ ছিটকে গেছেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বদলি হিসেব তাওহিদ হৃদয় ডাক পেয়েছেন দলে৷ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিসিবি।
চট্টগ্রামে চার উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। আঘাত যে বেশ ভালোরকমের ছিল, তা মুশফিকের চোখেমুখের ভঙ্গিতেই বোঝা গেছিল।
অবশ্য ম্যাজিক স্প্রে দেওয়ার পর টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান মুশফিক। পরে ব্যাটিংয়েও দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলে একপাশ আগলে রাখেন, সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন মুশফিক।
স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। যেটি সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। যে কারণে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে না।
অভিজ্ঞ মুশফিকের জায়গায় বাংলাদেশের টেস্ট দলে এবারই প্রথম ডাক পেয়েছেন হৃদয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তিনি নিয়মিত মুখ হয়ে উঠেছেন, খেলেছেন ২৬টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি।
প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা ভালোই করেছেন হৃদয়। ১৪টি ম্যাচ খেলে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি। চার হাফ সেঞ্চুরির সঙ্গে আছে তিন সেঞ্চুরিও। ২৩ বছর বয়সী হৃদয়ের ক্যারিয়ার সেরা ইনিংস ২১৭ রানের।