হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি থাকতে পারে সারাদিন
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে।
আগামীকাল মঙ্গলবার পর্যন্ত দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় ও রংপুর বিভাগের দু-এক জায়গায়ও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টির পর রাজধানীবাসীর সকাল হয়েছে জলাবদ্ধ সড়কের চিত্র দেখে।
মৌচাক, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, মোহাম্মদপুর, মতিঝিল, কাজীপাড়া, গেন্ডারিয়া, টিকাটুলি, বিজয় সরণি, আরামবাগসহ অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জলাবদ্ধতা ও যানবাহনের অভাবে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শবিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।
অনেককেই বৃষ্টির পানিতে হেঁটে যেতে দেখা গেছে।
অন্যদিকে গভীর নিম্নচাপে দুর্বল হয়ে ঘূর্ণিঝড় জাওয়াদ এখন উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করায়, দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও পায়রা বন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় ৪০কিমি/ঘণ্টা, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকবে।
এ নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালন অব্যাহত রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
রোববার জারি করা আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমতে পারে।