হ্যারি পটারের প্রত্যাবর্তন! 'রিটার্ন টু হগওয়ার্টস' এর টিজার প্রকাশ
বিশ্বনন্দিত চলচ্চিত্র হ্যারি পটারের ২০ বছর পূর্তি উপলক্ষে 'হ্যারি পটার টুয়েন্টিথ অ্যানিভার্সারি: রিটার্ন টু হগওয়ার্টস' এর ফার্স্ট লুক টিজার প্রকাশ করেছে এইচবিও ম্যাক্স। টিজারে এরই মধ্যে রবি কোলট্রেইন, মার্ক উইলিয়ামস এবং ম্যাথিউ লুইসকে দেখা গেছে।
২০২২ সালের পহেলা জানুয়ারি এই বিশেষ টিভি শো-এর প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র 'হ্যারি পটার অ্যান্ড দ্য সরসেরার্স স্টোনস' মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে এটি নির্মিত হয়েছে।
প্রাচীন ঘড়ির টিকটিক শব্দ দিয়ে শুরু হওয়া সংক্ষিপ্ত টিজারটি যেন হ্যারি পটার তারকাদের পুনর্মিলনকেই নির্দেশ করছে।
গ্র্যান্ড হগওয়ার্টস অ্যালামনাইদের পুনর্মিলনের খবর সংবাদপত্রে ছাপা হয়েছে এবং অতিথিরা নিমন্ত্রণ পত্র পেয়েছেন, এমন একটি দৃশ্যও দেখা গেছে টিজারে।
টিজারে বড় বড় অক্ষরে লেখা 'যে আমন্ত্রণের জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন তা এসে গেছে' শিরোনাম হ্যারি পটার ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করতে যথেষ্ট!
এ বছরের ১৬ নভেম্বর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে বিশেষ টিভি শো মুক্তি দেওয়ার কথা জানায় ওয়ার্নার ব্রোস স্টুডিও। শোতে প্রথম হ্যারি পটার চলচ্চিত্রের তারকাদের হগওয়ার্টস বোর্ডিং স্কুলে ফিরে যেতে দেখা যাবে।