পরীক্ষার হলে ভাগ্নিকে ‘সুবিধা’, শিক্ষক মামা বহিষ্কার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে এক শিক্ষার্থীকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আবদুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া ওই শিক্ষার্থীকে সতর্ক করা হয়।
স্কুল সূত্র জানায়, ওই স্কুলের ১০১ নম্বর কক্ষে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো তিথি ঘোষ নামে এক শিক্ষার্থী। ওই কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন তারই আপন মামা রঞ্জন কুমার ঘোষ। তিনি তার ভাগ্নিকে পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বলে দিচ্ছিলেন।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ এক শিক্ষককে বহিষ্কার ও প্রধান শিক্ষককে কেন্দ্র সচিব থেকে অব্যাহতির সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।