ভিকিকে বিয়ের ব্যাপারে অনিশ্চিত ছিলেন ক্যাটরিনা, ছিল বিশেষ শর্ত!
বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত জীবন, প্রেম ও মনের মানুষ কে হবেন তা নিয়ে আলোচনা ও গুঞ্জনের কোনো কমতি ছিলনা। কিন্তু সেই মহার্ঘ্য প্রেম যেন হুট করেই এসেছিল তার জীবনে। রূপালি পর্দায় যার সাথে জুটি বাধতে চেয়েছিলেন, বাস্তব জীবনেও তার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছেন ভিনদেশ থেকে আগত এই নায়িকা।
ক্যাটরিনা-ভিকি কৌশলের মনমুগ্ধকর আয়োজনের রেশ এখনও কাটেনি, কিন্তু আপনি কি জানেন, ভিকি কৌশলকে বিয়ের ব্যাপারে কিছুটা অনিশ্চিত ছিলেন ক্যাট? বলিউডের উঠতি নায়কের সাথে সংসার পাতবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল তার মনে।
এদিকে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই বিয়ের স্বপ্ন দেখেছিলেন ভিকি। নিজের ঘনিষ্ঠ বন্ধুদের কাছে সে কথা গোপন করেননি 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-এর নায়ক। ক্যাটরিনার এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, "ওদের দেখা, প্রেম বিয়ে- সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়। সম্পর্কের দু'মাসের মধ্যেই ভিকি বুঝতে পেরেছিল ও ক্যাটরিনাকে বিয়ে করতে চায়। কিন্তু ক্যাটরিনা তখনও নিশ্চিত ছিল না। অতীতের সম্পর্কের ক্ষত তখনও তার মনে দাগ কেটে ছিল। ও ভিকিকে পছন্দ করত, কিন্তু কিছুটা সময় চেয়ে নিয়েছিল।"
তবে ভিকিও তাতে দমে যাবার পাত্র নন। ক্যাটরিনাকে আপন করে নেওয়ার চেষ্টা অব্যহত ছিল তার। প্রেমিকের অধ্যবসায়ে শেষমেশ মন গলে ক্যাটরিনার। কিন্তু ভিকিকে বিয়ে করার আগে একটি শর্ত রাখেন তিনি। ক্যাটরিনা চেয়েছিলেন, ভিকির কাছ থেকে তিনি যে ভালবাসা পাবেন, ঠিক ততখানি ভালবাসাও যেন তার মা-ভাইবোনেরাও পান। প্রেমিকার শর্ত মাথা পেতে মেনে নিয়েছিলেন ভিকি। এর পরেই তার হাত ধরে রাজকীয় বিয়ের মন্ডপে 'সূর্যবংশী'র নায়িকা।
গত ৯ ডিসেম্বর নিরাপত্তার চাদরে মোড়া এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেছেন 'ভিক্যাট'। তবে যেমনটা মনে করা হয়েছিল, আলোচিত জুটির ছবি দেখতে তেমন কষ্ট বা অপেক্ষা, কোনোটাই করতে হয়নি ভক্তদের।
অনুষ্ঠানের পালা শেষ হতেই ভক্তদের সাথে নিজেদের জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন 'ভিক্যাট'। মঙ্গলবার সকালে ভিকির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নায়িকা। স্নিগ্ধ গোলাপি রঙের শিফন শাড়ি এবং ভারি গয়নায় সেজেছেন ক্যাটরিনা। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানি বেছে নিয়েছেন ভিকি।
এদিকে বিয়ের পর্ব সেরে মুম্বাই ফিরতেই তাদের ক্যামেরাবন্দী করেছেন পাপারাজ্জিরা। হালকা পিচরঙা বেনারসি কাতান সালোয়ার-কামিজ, সিঁথিতে সিঁদুর ও দুই হাতে লাল চুড়িতে হাজির হয়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ছিমছাম শার্ট-প্যান্টে ছিলেন ভিকি। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে একে অন্যের হাত ধরে ছবির জন্য পোজ দিয়েছেন এই জুটি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা