টেস্ট ব্যাটসম্যান ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হতশ্রী পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে সামান্য লড়াই করলেও মিরপুর টেস্টে উল্টো পথে হেঁটে গেছে বাংলাদেশ। বৃষ্টিতে আড়াই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পরও ইনিংস ব্যবধানে হারে মুমিনুল হকের দল। এর মাঝেও দুই ইনিংসে রান করেন সাকিব আল হাসান। তাতে ব্যাটসম্যান ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে তার।
গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
মিরপুরে টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয় মাত্র ৬৩.২ ওভারের। চতুর্থ দিনে খেলা শুরুর পর দ্রুত ব্যাট চালিয়ে ৪ উইকেটে ৩০০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দুই ইনিংস মিলিয়েও এই রান করতে পারেনি বাংলাদেশ। ইনিংস ও ৮ রানে হেরে যায় ঘরের মাঠের দলটি।
বল হাতে উইকেট না পেলেও প্রথম ইনিংসে আসা যাওয়ার মিছিলের মাঝে ৩৩ রান করেন সাকিব। দ্বিতীয় ইনিংসে বাঁহাতি এই অলরাউন্ডার সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৩৫তম স্থানে আছেন তিনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাকিবের অবস্থান চার নম্বরে।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের তিনে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দুই নম্বরে আছেন ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অবনতি হয়েছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের। দুই ধাপ পিছিয়ে মুশফিক এখন ২১ নম্বরে। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিচে নেমেছেন ৯ ধাপ, ৪৪তম স্থানে আছেন তিনি।