ক্যাটরিনা আর ভিকি কি আসলেই সালমানের কাছ থেকে রেঞ্জ রোভার, রণবীরের কাছ থেকে হীরা উপহার পেয়েছেন?
গেল সপ্তাহে নিজেদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বহুল প্রতীক্ষিত সেই বিয়ের কয়েক ধাপের আয়োজন ইতিমধ্যে শেষও হয়ে গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনও এই জুটিরই নাম।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বাওয়ারাতে একসঙ্গে গাটছড়া বেধেছেন এই যুগল। শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে আয়োজন হওয়ায় বিয়েতে দাওয়াত পাননি বহু খ্যাতনামা বলিউড তারকা। এদিকে বিয়ের পরপরই মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে গেছেন ভিকি-ক্যাট এবং এরই মধ্যে 'গৃহপ্রবেশ' অনুষ্ঠানের জন্য মুম্বাইয়েও ফিরে এসেছেন তারা।
একটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকে বিয়েতে বেশ চোখ ধাঁধানো উপহার সামগ্রীই পেয়েছেন 'ভিক্যাট'। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, আনুশকা শর্মা ও হৃত্বিক রোশানের মতো তারকারা উপহার পাঠিয়েছেন নবদম্পতিকে।
বলাই বাহুল্য, এদের মধ্যে সালমান ও রণবীরের উপহার কি ছিলো তা নিয়েই আমজনতার আগ্রহটা বেশি। তবে সংবাদমাধ্যম সূত্র বলছে, নবদম্পতিকে ৩ কোটি রূপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন 'সাল্লু ভাইজান'! অন্যদিকে ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুর দিয়েছেন ২.৭ কোটি রুপি মূল্যের হীরার নেকলেস।
বলিউডের 'কিং খান' শাহরুখ খান উপহার হিসেবে দিয়েছেন দেড় লাখ রুপির একটি দামি পেইন্টিং এবং আনুশকা শর্মা দিয়েছেন ৬ লাখ রুপির হীরার কানের দুল। আরেক সুপারস্টার হৃত্বিক রোশান ভিকিকে উপহার হিসেবে দিয়েছেন ৩ লাখ রুপির বিএমডব্লিউ জি৩১০ বাইক এবং আলিয়া ভাট দিয়েছেন একটি পারফিউম বাস্কেট।
শুধু তাই নয়, বিভিন্ন সূত্রে এও খবর এসেছে যে ভিকি-ক্যাটরিনা তাদের রিসেপশন অনুষ্ঠান করবেন আগামী ২০ ডিসেম্বর। যেহেতু রাজস্থানের বিয়েতে অনেকেই নিমন্ত্রণ পাননি, তাই ভিক্যাটের রিসেপশন যে রাজকীয় ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই!
সূত্র: ইন্ডিয়া টাইমস