উইন্ডিজ সফরের আগে আয়ারল্যান্ড দলে করোনার হানা
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। আগামী সপ্তাহে সিরিজ শুরু হওয়ার কথা। এমন সময়ে এসে বিপাকে পড়লো আয়ারল্যান্ড।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আয়ারল্যান্ডের দুই অলরাউন্ডার পল স্টার্লিং এবং শেন গেটকেট। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকার ফ্লোরিডায় হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে স্ট্রার্লিং ও গেটকেটকে। করোনা আক্রান্ত হওয়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না তাদের।
স্ট্রার্লিং ও গেটকেটকের সংর্স্পশে আসায় বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়েছে এন্ডি ম্যাকব্রিন ও এন্ডি ব্যালবির্নিকে।
করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল আগামী ২ জানুয়ারি দলের সঙ্গে যোগ দিতে পারবেন ম্যাকব্রিন ও ব্যালবির্নি। কোয়ারেন্টাইন শেষে আগামী ৯ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা স্ট্রার্লিং ও গেটকেটের।
আগামী ৮ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ ১১ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচই জ্যামাইকায় অনুষ্ঠিত হবে।