শামীম-আইভী দ্বন্দ্বের সুযোগ নিচ্ছেন তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের দুই নেতা মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় সাংসদ শামীম ওসমানের দ্বন্দ্ব-বিরোধকে নিজের পক্ষে সমর্থন বৃদ্ধিতে কাজে লাগাচ্ছেন স্বত্বন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
সোমবার (১০ জানুয়ারি) প্রচারণা চালানোর সময় তৈমুর বলেন, 'ওসমান পরিবার আইভীর পক্ষে না, এটা তো আমরা বলি নাই। প্রার্থী নিজেই বলেছেন।'
নারায়ণগঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডের বন্দরে মদনপুর এলাকায় গণসংযোগকালে তৈমুর আলম খন্দকার এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন। ভোটারদের কাছে তিনি ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করেন।
শামীম ও আইভী দুজনেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হলেও, তাদের বিবাদ দীর্ঘদিনের। এই দ্বন্দ্ব বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছে। সম্প্রতি আইভী দাবি করেছেন যে, তার প্রতিদ্বন্দ্বী তৈমুর ওসমান পরিবারের সমর্থন পাচ্ছেন।
তৈমুর বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় সম্প্রতি তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে তার সমর্থকদের মধ্যে এনিয়ে কোনো বিভাজন দেখা দেয়নি বলে দাবি করেছেন তৈমুর। অন্যদিকে, তার প্রতিপক্ষ আইভি রহমানের সমর্থকদের মধ্যে অনেক বিভাজন রয়েছে।
জনসমাবেশে আওয়ামী লীগের একজন শীর্ষ কেন্দ্রীয় নেতাকে সতর্ক করে তৈমুর বলেন, নির্বাচনে বিজয় নিয়ে এত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়। বিএনপি চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা বলেন, 'তাঁরা আমাদের মেহমান, তাঁদের অনেক কথাই আমাদের ধরতে নেই।"
তিনি মন্তব্য করেন, "জীবনে আমি এমন অনেক ঘুঘু দেখেছি। আল্লাহ আমাকে বহু ঘুঘু দেখিয়েছেন। কিন্তু কোনো ঘুঘুর ফাঁদে পা দিইনি।'
উৎসমুখর পরিবেশে নির্বাচন হচ্ছিল উল্লেখ করে তৈমুর আলম অভিযোগ করেন যে, তার সমর্থকদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিচ্ছে, ফলে নির্বাচনের সেই পরিবেশ ব্যাহত হচ্ছে।
পুলিশ সবাইকে আইভির প্রতীক নৌকা মার্কার পক্ষে কাজ করার কথা বলেছে বলেও জানান তিনি।