এক মাসে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর
পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন শিল্প কারখানা ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক মাসে সাড়ে ৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
ঢাকা জেলার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং চলতি বছরের জানুয়ারি মাসে মোবাইল কোর্ট ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে ৫ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ৭০২ টাকা জরিমানা ও ক্ষতিপূরণ ধার্য করেছে।
পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি মাসে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, জামালপুর এলাকায় অবস্থিত পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের অপরাধে ৫৯ টি কারখানা/প্রতিষ্ঠানকে ১ কোটি ৪ লাখ ১৪ হাজার ৮০২ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। এছাড়া, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতীত অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ১৫৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
সেইসাথে নির্মাণ সামগ্রীর মাধ্যমে পরিবেশ দূষণ, নির্মাণ সামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে পরিবেশ দূষণের দায়ে ২২ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের অপরাধে ১৩ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৪৮ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, গাড়ির হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণের অপরাধে ৯ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের একটি সুত্র জানিয়েছে, সরকারের বিভিন্ন নির্দেশনা ও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংস্থাটি তাদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।