আরব-আমিরাতগামী যাত্রীদের ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
আজ সকাল ১০টা থেকে প্রত্যাহারের এই নির্দেশ কার্যকর হবে।
সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের ক্ষেত্রে যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে আরটি- পিসিআর টেস্টের যে বাধ্যবাধকতা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এই প্রত্যাহারের নির্দেশ কার্যকর হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেবিচক।
এর আগে, বিদেশগামী যাত্রীদের সবাইকে যাত্রার ৪৮ ঘণ্টা আগে একবার এবং ছয় ঘণ্টা আগে আরেকবার বাধ্যতামূলকভাবে করোনার আরটি-পিসিআর টেস্ট করতে হতো।