দুই ওপেনারকে বিদায় করে বাংলাদেশেকে খেলায় ফেরালেন খালেদ-মিরাজ
দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার ও সারেল আরভিয়া। ২৫ ওভারে ৯৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যান দুজন। দ্বিতীয় সেশনেও সাবলীল শুরু করেন তারা। বাংলাদেশের হতাশা বেড়েই চলছিল।
হতাশা আর বাড়তে দেননি খালেদ আহমেদ। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে ১১৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। পরের ওভারে সারেল আরভিয়াকে বিদায় করে বাংলাদেশকে খেলায় ফেরান মেহেদী হাসান মিরাজ।
উদ্বোধনী জুটি থেকে ১১৩ রান পাওয়া দক্ষিণ আফ্রিকাই ৪ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে এখন বিপাকে। ৪১ ওভার শেষে ২ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৪১ রান। উইকেটে আএছন ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা ও কিগান পিটারসেন। বাভুমা ১০ ও পিটারসেন ১৮ রানে ব্যাটিং করছেন।
খালেদের গুড লেংন্থের ডেলিভারিতে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন এলগার। টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া প্রোটিয়া অধিনায়ক ফেরার আগে ১০১ বলে ১০টি চারে ৬৭ রানের ইনিংস খেলেন।
আরভিয়াকে সরাসরি পরাস্থ করেন মিরাজ। অফ স্টাম্পের বাইরে পিচ করা ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে যান প্রোটিয়া ওপেনার। এর আগে টেস্ট মেজাজে ইনিংস এগিয়ে নেওয়া আরভিয়া ১০২ বলে ৬টি চারে ৪১ রান করেন।