স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো নারী আম্পায়ার
দেশের ক্রিকেটে নারী আম্পায়ারদের অংশগ্রহণ নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আম্পায়ার্স কমিটির নতুন ইফতেখার আহমেদ মিঠু এর আগে জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে নারী আম্পায়ারদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ নজর তার। সেটার প্রমাণও মিলছে। সাবেকদের নিয়ে করা স্বাধীনতা দিবস ক্রিকেটের পর স্কুল ক্রিকেটেও নারী আম্পায়ার দায়িত্ব পালন করলেন।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো যুক্ত হলো নারী আম্পায়ার। মঙ্গলবার মিরপুর সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ছেলেদের স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো নারী আম্পায়ার দায়িত্ব পালন করলেন তিনি।
সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ক্যামব্রিয়ান স্কুল এবং পূর্ব বাসাবো স্কুল। ম্যাচটিতে মো. শাকিরের সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জেসি।
ছেলেদের ক্রিকেটে এর আগেই আম্পায়ারিং করার অভিজ্ঞতা হয়েছে জেসির। ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বাংলাদেশ লাল ও সবুজ দলের হয়ে খেলা মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলটদের ম্যাচে ৩ আম্পায়ারের দুজনই ছিলেন নারী। অনফিল্ড আম্পায়ার হিসেবে জেসি ও সৈয়দ মাহবুবউল্লাহ দায়িত্ব পালন করেন। আর তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন আরেক নারী ডলি রানী সরকার।
বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল, এবারের স্কুল ক্রিকেটে মোট ২৫ জন নারী আম্পায়ারকে সুযোগ দেয়া হবে। যে পর্বের সূচনা হলো ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচ দিয়ে। এবারের স্কুল ক্রিকেটে সারাদেশ থেকে মোট ৩৪৮টি স্কুল অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে ৫৮১টি ম্যাচ হবে। বিভাগীয় ও ন্যাশনাল রাউন্ড মিলিয়ে ৬৫৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।