নিজের বদলে মারিউপোলে আটকে পড়াদের বন্দী বিনিময়ের অনুরোধ ইউক্রেনের রুশপন্থী রাজনীতিবিদের
সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে রুশপন্থী ইউক্রেনীয় রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুক আবেদন করেছেন, যাতে তার বদলে অবরুদ্ধ শহর মারিউপোলে আটকে পড়া ইউক্রেনীয় সামরিক বাহিনী ও বেসামরিক নাগরিকদের বন্দী বিনিময় করা হয়।
ফেসবুকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার প্রকাশিত ভিডিওতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউরক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এই আবেদন করেন। তবে মেদভেদচুক ভিডিওটিতে মুক্ত অবস্থায় কথা বলেছেন কিনা তা পরিষ্কার নয়।
তিনি বলছিলেন, সামরিক সদস্যদের এবং মারিওপোলের বাসিন্দা যাদের সেখান থেকে মানবিক করিডোর দিয়ে নিরাপদে সরে যাওয়ার উপায় নেই,তাদের বদলে তাকে বন্দী বিনিময় করার অনুরোধ করছেন তিনি। বিরোধী দল ফর লাইফ পার্টির নেতা মেদভেদচুক পুতিনের ঘনিষ্ঠ মিত্র।
রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের অভিযোগে গত বছর গৃহবন্দী করা হয় মেদভেদচুককে। এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে তিনি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর কয়দিন পরই পালিয়ে যান তবে, তবে আবারও ধরা পড়ে যান।
সূত্র: রয়টার্স