সংক্ষিপ্ত সিলেবাস ও প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে এবারের এইচএসসি পরীক্ষা
সংক্ষিপ্ত সিলেবাস ও কম নাম্বারের প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা।
২২ আগস্ট থেকে শুরু হতে পারে পরীক্ষা; খবর ইউএনবির।
দুই ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) এর জন্য ২০ মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট বরাদ্দ থাকবে।
এবারের পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র দিয়ে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সময়সূচি রোববার প্রকাশ করা হয়।
সাধারণত, শিক্ষার্থীরা ১০০ নম্বরের জন্য তিন ঘণ্টার পরীক্ষা দেয়। কিন্তু, মহামারি চলাকালীন ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ্যক্রম এবং পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে।
তবে শিক্ষার্থীরা ৪৫ থেকে ৫৫ মার্কের পরীক্ষা দিলেও ফলাফল মূল্যায়নের সময় তাদের নম্বর ১০০ তে কনভার্ট করা হবে।
সাধারণত এপ্রিলে এইচএসসি পরীক্ষা হলেও মহামারির কারণে এটি পিছিয়ে আনতে হয়েছে সরকারকে।
২০২১ সালের ডিসেম্বরে একটি সংক্ষিপ্ত পাঠ্যক্রম এবং কম নম্বরে শুধুমাত্র তিনটি ঐচ্ছিক বিষয়ে এইচএসসি পরীক্ষা হয়।
মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের পূর্ববর্তী পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল।