লুই ভিতোঁর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দীপিকা পাড়ুকোন
ফরাসি ব্র্যান্ড লুই ভিতোঁর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
মঙ্গলবার এই খবর জানায় ফরাসি বিলাসবহুল ব্র্যান্ডটি।
লুই ভিতোঁর একটি নতুন হ্যান্ডব্যাগ প্রচারের অংশ হিসাবে প্রকাশিত প্রচারমূলক ছবির একটি সিরিজে আমেরিকান অভিনেত্রী এমা স্টোন এবং চীনা অভিনেত্রী ঝো ডংগিউয়ের পাশাপাশি দেখা গেছে ৩৬ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীকে।
দীপিকা পাড়ুকোনকে এর আগে ব্যক্তিগতভাবে লুই ভিতোঁ ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনেও উপস্থিত হন। ২০২০ সালের ওই বিজ্ঞাপনে সোফি টার্নার ও লিয়া সেডক্সের পাশাপাশি দেখা যায় তাকে।
সম্প্রতি লিভাইস ও অ্যাডিডাসের বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছেন দীপিকা। কিন্ত, কোনো বিলাসবহুল ব্র্যান্ডে তার দূত হিসেবে ভূমিকা এটিই প্রথম।
- সূত্র- সিএনএন