আক্ষেপ ঘুচিয়ে সেঞ্চুরির ঠিকানায় লিটন
অনেকের চোখ তার ব্যাটিং পিকোসোর রং তুলির আচড়। অনেকের কাছে তার ব্যাটিং দেখাটা চোখের প্রশান্তি। নিঃসন্দেহেই তিনি বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যান। শুধু ধরনই নয়, ধ্রুপদী ব্যাটিংয়ে বড় বড় ইনিংস খেলাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টেও অসাধারণ ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ব্যাট হাতে সেরা সময় কাটছে লিটনের। মাঠে নামলেই রানের ফোয়ারা বইছে তার ব্যাটে। লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রান করেন লিটন। পরের টেস্টেও তার ব্যাটে রানের ঝলক। এবার আর তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে ভুল করেননি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। আক্ষেপ ঘুচিয়ে তুলে নিলেন সেঞ্চুরি।
কেবল এই দুই টেস্টের তিন ইনিংসেই নয়, লম্বা সময় ধরে রানে আছেন লিটন। বিশেষ করে টেস্টে তার ধারাবাহিকতা অন্য ব্যাটসম্যানদের কাছে হিংসার কারণ হতে পারে। গত বছর উইকেটরক্ষক ব্যাটসম্যানদের মধ্যে বিশ্ব শাসন করেন তিনি, সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেই ছন্দই ধরে রেখেছেন লিটন।
অথচ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কী দুঃস্বপ্নের শুরুই না হয়েছিল বাংলাদেশের। শূন্য রানেই নেই এক উইকেট, ২৪ রানে যেতে যেতে হাওয়া আরও ৪ উইকেট। ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন মাঝ দরিয়ায়। সেখান থেকে হাল ধরে মুশফিকুর রহিমের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন লিটন।
অন্ধকার পেরিয়ে দলকে আলোর পথে ফেরানো, এরপর অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরিতে পৌঁছে যাওয়া। সেঞ্চুরিতে পৌঁছাতে ১৪৯ বল খেলেছেন লিটন, ছিল ১৩টি চারের মার। ৩৩তম টেস্ট খেলতে নামা লিটনের এটা তৃতীয় সেঞ্চুরি। ১০০ পেরিয়েও অনিন্দ্য সুন্দর ব্যাটিং করে যাচ্ছেন তিনি। লিটন-মুশফিকেরে জুটিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশও।