কানে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতলো 'ট্রায়াঙ্গল অব স্যাডনেস'
এবছর কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক রুবেন অস্তলুন্ডের চলচ্চিত্র 'ট্রায়াঙ্গল অব স্যাডনেস'। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কানে পাল্মে দ'র জিতলেন সুইডিশ এই পরিচালক। এর আগে ২০১৭ সালে 'দ্য স্কয়ার' চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছিলেন তিনি।
সোশ্যাল স্যাটায়ারধর্মী চলচ্চিত্র 'ট্রায়াঙ্গল অব স্যাডনেসে'-এ মডেল ও বিত্তবানদের সামাজিক মর্যাদা কিভাবে অপ্রত্যাশিত ঘটনার ফলে হেয় প্রতিপন্ন হয়, তা দেখানো হয়েছে।
এদিকে আবেদনপূর্ণ ক্রাইম চলচ্চিত্র 'ডিসিশন টু লীভ' এর জন্য কানে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-উক। শুধু তাই নয়, 'ব্রোকার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারও গিয়েছে দক্ষিণ কোরিয়ান অভিনেতা সং কাং-হো'র ঘরে। ২০১৯ সালের অস্কারজয়ী 'প্যারাসাইট' চলচ্চিত্রে অভিনয় করে বিশ্ববাসীর নজরে আসেন সং।
'কিং অব ক্রিঞ্জ' বলে খ্যাত অস্তলুন্ড প্রতিবেদকদের আগেই বলেছিলেন, "তিনি এমন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন যা নিয়ে মানুষ আলোচনা করবে।"
অস্তলুন্ড বলেন, "যখন আমরা এই ছবির কাজ শুরু করি, আমাদের একটাই লক্ষ্য ছিল- দর্শকদের জন্য একটা উত্তেজনাকর ছবি বানানো এবং চিন্তার উদ্রেক করে এমন কন্টেন্ট নিয়ে আসা। আমরা দর্শককে বিনোদন দিতে চেয়েছি এবং একই সাথে যেয়েছি তারা যেন প্রশ্ন করে। আমরা চেয়েছি ছবিটি দেখা শেষে হল থেকে বেরিয়ে তারা যেন এটা নিয়ে আলোচনা করে।"
বলাই বাহুল্য, অস্তলুন্ডের এই উদ্দেশ্য সফল হয়েছে। এএফপি জানিয়েছে, ছবির প্রিমিয়ারের সময় একটি বিশেষ দৃশ্যে দর্শক হতবাক হয়ে গিয়েছিল যে হাসবে না বমি করবে!
'ট্রায়াঙ্গল অব স্যাডনেস' চলচ্চিত্রে দুই মডেলের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা হ্যারিস ডিকিনসন এবং দক্ষিণ আফ্রিকান অভিনেতা চার্লবি ডিন। ভ্যারাইটি ম্যাগাজিন ছবিটির রিভিউতে লিখেছে- 'এই ছবি আপনাকে হাসাবে, আবার ভাবতেও শেখাবে। তবে যাই হোক না কেন, পৃথিবীকে ভিন্ন দৃষ্টিতে দেখাবে এই চলচ্চিত্র।"
সূত্র: বিবিসি