হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির মরদেহ উদ্ধার
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/06/08/1654660759785-01.jpeg)
বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আবদুল বারির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গুলশান থানার ডিউটি অফিসার টিবিএসকে বলেছেন, "সাত-আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।"
এদিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান গণমাধ্যমকে বলেন, "হাতিরঝিল এলাকার এক পথচারী আমাদের ফোনে জানায় যে, সেখানে একটি মরদেহ পড়ে আছে। পরে আমরা সকাল ৭টার দিকে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।"
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।