যেসব পণ্যের দাম বাড়ল, কমল
বেড়েছে ল্যাপটপের দাম, কমেছে এলইডি টিভির দাম।
২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নের পর বেশ কয়েকটি পণ্যের দাম বাড়তে চলেছে। এছাড়া কমবেও অনেক পণ্যের দাম।
দাম বাড়তে চলেছে যেসব পণ্যের
- সিগারেট
- ই-সিম
- গাড়ি
- পনির, দই
- শেভিং উপকরণ
- পরিষ্কারক যন্ত্র
- প্রসাধনী
- এয়ার ফ্রেশনার
- অ্যান্টি-ব্যাকটেরিয়াল পণ্য
- জিআই ফিটিংস
- প্রথম শ্রেণির রেল, লঞ্চ পরিষেবা
- এলিভেটর
- মেডিটেশন সেবা
- কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই, মাস্ক
- আমদানি করা ল্যাপটপ
- লিফট
- এয়ার কন্ডিশনার
- ব্যাংকিং
- তিন চাকার যান
- এয়ার কন্ডিশনার
- প্রিন্টার, টোনার কার্ট্রিজ
- অপটিক্যাল ফাইবার ক্যাবল
- ইলেকট্রিসিটি মিটার
- মেডিটেশন সেবা
- গ্যাস লাইটার
- আমদানিকৃত বিলাসবহুল পাখি
- ব্রডব্যান্ড ইন্টারনেট
- প্রক্রিয়াজাত ও রেডি কফি
- ২৫০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার ফোর-স্ট্রোক এবং টু-স্ট্রোক মোটরসাইকেল
যেসব পণ্যের দাম কমছে
- শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁর খাবারের মূল্য
- লঞ্চ ভাড়া
- ম্যান-মেইড ফাইবার
- ইস্পাত কাঁচামাল
- কাগজ ও কাপড়
- হুইলচেয়ার
- হিয়ারিং এইড
- এলইডি টেলিভিশন
- পোষাপ্রাণীর খাদ্য
- কৃষি পণ্য
- পোল্ট্রি ফার্মের যন্ত্রপাতি
- মুড়ি
- চিনি
- পাওয়ার টিলার
- দেশে তৈরি মোবাইল ফোন চার্জার
- ফিশ ফিড এবং পোল্ট্রি ফিড
- ব্রেইল বই
- মরিচা রোধক ইস্পাত
- কাজুবাদাম
- পলিথিন ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ এবং পলিথিনের তৈরি মোড়ক সামগ্রী
- হ্যান্ড টাওয়েল, পেপার টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট
- ২৫০০ সিসির বেশি দেশে তৈরি মোটর যান