ভারতে টুইটার পোস্টের জেরে মুসলিম সাংবাদিক গ্রেপ্তার
ভারতীয় ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সোমবার (২৭ জুন) গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারের কারণ হিসেবে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, টুইটারে ২০১৮ সালে করা একটি পোস্টের জের ধরে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তের স্বাপেক্ষে জুবায়েরকে ডাকা হয়েছিল। উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে অল্ট নিউজের আরেক সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন, গ্রেপ্তারের আগে জুবায়েরকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
তিনি বলেন, "তাকে (জুবায়ের) বর্তমানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বুরারিতে একটি পুলিশ বাসের মধ্যে আটকে রাখা হয়েছে।" পুলিশ জুবায়েরের রিমান্ড মঞ্জুরের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যে পোস্টকে কেন্দ্র করে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে জুবায়ের হিন্দু দেবতা হনুমানের নামানুসারে একটি হোটেলের নামকরণের কথা বলেছিলেন। ওই বক্তব্য 'অত্যন্ত প্ররোচনামূলক' এবং তা হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত হেনেছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।
দিল্লি পুলিশ বলছে, মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে ইচ্ছাকৃতভাবেই ওই পোস্ট করা হয়েছিল। সেইসঙ্গে পুলিশের দাবি, পোস্টটির কারণে সামাজের শান্তি বিঘ্নিত হতে পারতো।
তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা। বিষয়টি নিয়ে তিনি দাবি করেন, ২০২০ সালের একটি মামলার তদন্তের জন্য জুবায়েরকে তলব করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। যে মামলায় ইতোমধ্যে সুরক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু আজ (সোমবার) সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিট নাগাদ তাদের জানানো হয়, অন্য একটি এফআইআরের ভিত্তিতে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে কোনো নোটিশ দেওয়া হয়নি আগে থেকে। বারবার আর্জি জানানো হলেও এফআইআরের কোনো কপি তাদেরকে দেওয়া হয়নি বলে দাবি করেন প্রতীক।
- সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস