সাভারে বোরকা পড়ে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হত্যা
ঢাকার সাভারে দিনে দুপুরে ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সাভারের পৌর এলাকার বিনোদবাইদে একটি আবাসিক ভবনের ফ্লাটে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হাজেরা বেগম (৭৫)। তিনি সাভারের একই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাভার মডেল থানা পুলিশ।
থানার পরিদর্শক মাকারিয়াস দাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করবেন"।
ভবনটির নিরাপত্তা প্রহরী সাইদুর রহমান টিবিএস'কে জানান, আনুমানিক সকাল ১১টা নাগাদ বোরকা পরিহিত এক নারী ভবনের নিচে এসে বাসা ভাড়া নেওয়ার কথা জানান। পরে প্রায় ঘন্টাখানেক ভবনের নিচে অবস্থান করার পর, দুপুর আনুমানিক ১টা নাগাদ বাড়ির মালিকের সাথে দেখা করে কথা বলতে চাইলে সাইদুর রহমান তাকে ভবনের চতুর্থ তলায় ভবন মালিক হাজেরা বেগমের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে হাজেরার সাথে বেশ কিছুক্ষণ আলাপ করার পর, এক পর্যায়ে বাড়ি ভাড়া-সংক্রান্ত একটি ফরমও পূরণ করেন ওই নারী। এরপর ব্যক্তিগত কথা আছে জানিয়ে বোরকা পরিহিত ওই নারী হাজেরার কাছে নিরাপত্তা রক্ষীকে ফ্লাট থেকে বের করে দেওয়ার অনুরোধ করেন। এরপর বৃদ্ধার কথায় সাইদুর রহমান ফ্ল্যাট থেকে বের হয়ে যান।
পাশের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া টিবিএস কে বলেন, "বিকালে অন্যান্য দিনের মতন গৃহপরিচারিকা আমার প্রতিবেশীর ফ্ল্যাট পরিষ্কার করতে এসে তার হাত-পা বাঁধা ও মুখে টেপ প্যাচানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে আমরা এগিয়ে এসে হাজেরা বেগমকে মৃত অবস্থায় দেখতে পাই"।
সাইদুর রহমান বলেন, "বেলা ১২টার দিকে বাড়িওয়ালা (নিহত বৃদ্ধা) আমাকে একটি চেক দিয়ে ব্যাংকে পাঠান। এরপর ব্যাংক থেকে দুপুরে ফিরে আসার পর বোরকা পরিহিত ওই নারী আমার সাথে উপরে ফ্ল্যাটে উঠে আসেন"।
পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাস টিবিএস'কে বলেন, "প্রত্যক্ষদর্শীরা নিহতের হাত-পা বাঁধা থাকার কথা বললেও, আমরা এসে সে অবস্থায় পাইনি। সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে আসছেন, তারা এলে আমরা তদন্তের কাজ শুরু করব। ঠিক কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে এখনই তা বলা যাচ্ছে না, তাছাড়া আমরা সেই বোরকা পরিহিত নারীকে এখনো শনাক্ত করতে পারিনি। ভবনের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে"।
এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।