স্লিপওয়াকের মাঝে কাউকে জাগানো কি বিপজ্জনক?

ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে পর্দা কিংবা বইয়ের পাতায় মানুষ কত অঘটনই না ঘটায়। কখনো তো খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। কিন্তু ঘুম থেকে জেগে উঠে খুনির মাথায় আর কিছুই থাকে না! পর্দা পর্যন্ত তবু ঠিক আছে, কিন্তু...