খুলনার স্মৃতি বুকে নিয়ে যাত্রা শুরু ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এর, ট্রেইলারে মুগ্ধ দর্শক

ষাটের দশকে ইন্দুবালা বিয়ে করে এপারে আসেন, তারপর আর তার বাংলাদেশে ফিরে যাওয়া হয়নি। এরপর অসুখী দাম্পত্য, বাচ্চাদের নিয়ে সংগ্রাম, ছোটবেলার প্রেম, আগের জীবন সবই তার রান্নায় ধরা পড়ে।