কান চলচ্চিত্র উৎসবে স্করসেজি-ডিক্যাপ্রিওর 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' এর প্রিমিয়ার

১৯৮৬ সালে 'আফটার আওয়ারস' ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জেতেন মার্টিন স্করসেজি। এরপরে তার আর কোনো ছবির প্রিমিয়ার হয়নি এই উৎসবে।