বলে স্যানিটাইজার মেখে নিষিদ্ধ ক্রিকেটার

করোনাভাইরাস পরবর্তী ক্রিকেটে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। বিকল্প উপায় এখনও বের হয়নি। বলের এক পাশের ঔজ্জ্বলতা ধরে রাখতে পেসাররা পড়ে গেছেন বিপাকে। যে কারণে মাঠে ভুল হয়ে যাচ্ছে অনেকেরই।