এবার আকাশে ‘ডাবল বেড’-এর ব্যবস্থা করছে ইউরোপীয় এ বিমানসংস্থাটি

প্রথম শ্রেণীর কেবিনগুলোর আসন হবে প্রায় এক মিটারের মতো প্রশস্ত। যাত্রীরা নিজেদের ইচ্ছেমতো তাপমাত্রা বাড়াতে বা কমাতে পারবেন। আরও থাকবে ওয়ার্ডরোব, বিশাল একটি ডাইনিং টেবিল এবং কাঠের তৈরি স্লাইডিং দরজা।