বড় পর্দার পাশাপাশি ফিরছেন স্টুডিওতে! আবারও গায়কের ভূমিকায় সালমান খান?
সালমান খানের কণ্ঠে গান এই প্রথম নয়।২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কিক’ ছবিতে ‘হ্যাংওভার’ গানটি গেয়েছিলেন তিনি। নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে টাইটেল ট্র্যাকের একটি ভার্সনেও শোনা গিয়েছিল সালমানের কণ্ঠ।