স্যামসন-সূর্যকুমার তাণ্ডবে ভারতের রেকর্ড সংগ্রহ, রানচাপায় বাংলাদেশ
টি-টোয়েন্টিতে ভারতের এটা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশের বিপক্ষেও এটা কোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার, ২২৯। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বাংলাদেশের সফল রানতাড়া ২১৪।