৭৫ বছর পর প্রকাশিত হলো গ্রিক সাহিত্যিক কাজানজাকিসের লেখা সর্বশেষ উপন্যাস

জার্মান দখলে থাকার সময় গ্রিস যে দুর্দশার মধ্য দিয়ে গিয়েছিল, তা জোরবা দ্য গ্রিক-এ না থাকার জন্য সমালোচনা শুনেছিলেন কাজানজাকিস। ডায়োপট্রা জানিয়েছে, সেসব সমালোচনার উত্তরই অ্যানিফরোস-এ দিয়েছেন কাজানজাকিস।