বিশ্বের সর্ববৃহৎ শিপিং কোম্পানি মায়েরস্ক, বিশ্ববাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানাচ্ছে
মায়েরস্ক সিইও সোরেন স্কোউ বুধবার এক বিবৃতিতে বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ, ইউরোপে জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, সঙ্গে আসন্ন বিশ্বমন্দা– দিগন্তে এখন অনেক অন্ধকার মেঘে ছেয়ে গেছে’।