মায়ের যত্ন নিশ্চিত করতে হরলিক্স মাদারস প্লাসের আয়োজনে দ্য বিজনেস স্টান্ডার্ডে পরামর্শ সভা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ উপলক্ষে মাতৃদুগ্ধের গুরুত্ব এবং সেক্ষেত্রে বাবাদের ভূমিকা বিষয়ক একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক দ্য বিজনেস স্টান্ডার্ডে।
ইউনিলিভার ও হরলিক্স মাদারস প্লাস আয়োজিত এই সভায় ২০ জনেরও বেশি গণমাধ্যমকর্মী অংশ নেন।
পুষ্টিবিদ নায়লা বারীর সঞ্চালনা ও উপস্থাপনায় শনিবার সকালে দ্য বিজনেস স্টান্ডার্ড প্রাঙ্গণে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এসময় দ্য বিজনেস স্টান্ডার্ডের উধ্বর্তন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
সভায় পুষ্টিবিদ নায়লা বারী বলেন, "যারা নতুন মা হয়েছেন, নিয়মিত সুষম খাবার গ্রহণ করাটা তাদের জন্য খুবই জরুরী। এক্ষেত্রে পরিবারের সদস্য, বিশেষতঃ স্বামীকে অবশ্যই সচেতন থাকতে হবে যেন প্রসূতি মা কোনো ধরনের অবহেলার শিকার না হন।"
এসময় অন্যান্য বক্তারা বলেন, শিশুকে মায়ের দুধ পান করানোর ক্ষেত্রে গত কয়েক দশকে বাংলাদেশের অগ্রগতি রীতিমত বিষ্ময়কর। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) অনুযায়ী, শিশু বুকের দুধ পান করানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ এখন সবার শীর্ষে।
মাতৃদুগ্ধের বিষয়ে দেশের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবার ফলেই এটি সম্ভব হয়েছে। তবে মাতৃদুগ্ধের ব্যাপারে সচেতনতা বাড়লেও মায়ের স্বাস্থ্যের বিষয়ে এখনো মানুষের মধ্যে উদাসীনতা রয়েছে। ফলে দেশে এখনো মায়েদের একটা বড় অংশ পুষ্টিহীনতায় ভুগছেন বলে মনে করেন পুষ্টিবিদরা। সার্বিকভাবে জাতীয় স্বাস্থ্যের উন্নতিকল্পে এ বিষয়ে এখনই নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
সভা শেষে দ্য বিজনেস স্টান্ডার্ড প্রাঙ্গণে প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।